ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কিশোরের হাতে গাড়ির স্টিয়ারিং, আটকের পর মুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২
কিশোরের হাতে গাড়ির স্টিয়ারিং, আটকের পর মুক্তি ...

চট্টগ্রাম: নগরের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী তারা। গাড়ি চালানোর লাইসেন্স নেই।

তাতে কি! শখ হয়েছে, তাই রাস্তায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল তাদেরই একজন। কিন্তু পুলিশ গাড়িটা আটকে দিয়েছে, পূরণ করতে দেয়নি শখ।

পতেঙ্গা থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৭ জানুয়ারি) রাতে নেভাল ওয়েস্ট পয়েন্ট এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল ওই কিশোর। গাড়িতে ছিল তার ৬ বন্ধু। ট্রাফিক পুলিশের পরিদর্শক শহীদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়িটি জব্দ করা হয়। গাড়িচালক কিশোর ও তার বন্ধুদের আটক করা হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, এভাবে কিশোরদের হাতে গাড়ি তুলে দেওয়ায় সড়কে দুর্ঘটনা বাড়ছে। ওই কিশোর গাড়িচালক ও তার কিশোর বন্ধুরা গাড়ি নিয়ে ঘুরতে বেড়িয়েছিল। তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২২ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।