ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অনলাইন ইংলিশ স্পিকিং কোর্স’ শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মে ১৮, ২০২৪
সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘অনলাইন ইংলিশ স্পিকিং কোর্স’ শুরু

চট্টগ্রাম: প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ইংরেজিতে দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ‘অনলাইন ইংলিশ স্পিকিং কার্যক্রম’ শুরু করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন।

শনিবার (১৮ মে) টেন মিনিটস স্কুলের অনলাইন কোর্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে এতে আর্থিক সহায়তা দিচ্ছে এমএফজেএফ ফাউন্ডেশন।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার এবং এ আয়োজনের মূল পরিকল্পনাকারী কে. এম. রফিকুল ইসলাম।

অনলাইনে সংযুক্ত ছিলেন টেন মিনিটস স্কুলের কর্ণধার আইমান সাদিক এবং ইংলিশ স্পিকিং কোর্সের স্বনামধন্য শিক্ষক মুনজেরিন শহীদ।

বাংলাদেশে উপজেলা পর্যায়ে এ ধরনের প্রোগ্রাম এটিই প্রথম। প্রতিটি স্কুলে প্রধানমন্ত্রীর আইসিটি ক্লাসের জন্য দেওয়া প্রজেক্টরের মাধ্যমে এ ক্লাস পরিচালিত হবে। ফলে এতে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে না।  

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এমএফজেএফ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আরমান আহমেদ সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরছফা, উপজেলা আইসিটি প্রোগ্রামার আব্দুর রহিম, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সীতাকুণ্ড উপজেলার ৪০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইংরেজি বিষয়ের শিক্ষক, প্রায় ৫০০ শিক্ষার্থী, সংগঠনের উপদেষ্টা ও সদস্যরা।  

কোর্সটির মাধ্যমে উপজেলার ১৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী ইংরেজিতে কথা বলা শিখতে পারবে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ১৮, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।