চট্টগ্রাম: নগরের হালিশহর থানার ১৭ নম্বর ইসলামিয়া ব্রিকফিল্ড রোডে নির্মাণাধীন একটি ভবনের ক্রেন পড়ে আলো (৪৫) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে গিয়াস ম্যানসনে এ দুর্ঘটনা ঘটে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বাংলানিউজকে বলেন, হালিশহরে নির্মাণাধীন একটি ভবনের কাজের সময় ক্রেন ছিঁড়ে নিচে থাকা এক শ্রমিকের মাথায় পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় বেলা সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এমআই/টিসি