ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তারেক সোলেমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন  

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
তারেক সোলেমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন   

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য ও আলকরণ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘আমরা ক’জন মুজিব সেনা’ নগরশাখা।  

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় আলকরণ ওয়ার্ডে তারেক সোলেমানের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পণ করে সংগঠনটি।

 

এই সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. বিদ্যুৎ বড়ুয়া, কার্যকরী সদস্য নাজমুল হুদা শিপন, আবদুল হান্নান, সংগঠনটির চট্টগ্রাম জেলার নেতা হুমায়ুন কবির রুকন, বিএমএর সদস্য ডা. হোসেন আহমেদ, ব্যবসায়ী আবু হাসনাত চৌধুরী, সংগঠনটির নগর শাখার সভাপতি সরফরাজ নেওয়াজ রবিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ বোখারী আজম, অ্যাডভোকেট মীর শফিকুল কবির বিজন, নুরুদ্দিন, সংগঠনটির সহ-সভাপতি মিঠু কুমার শীল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহসেনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী সুমন, মো. রফিকুল ইসলাম রুবেল, বাবর উদ্দিন সাগর, সম্পাদক মন্ডলীর সদস্য ইমরান শুভ, আবদুল মুকিত, ইসমে আসিফ, মো. ওয়াহিদুর রহমান প্রাইম, মো. শহীদুল আরাফাত, সৌমেন ঘোষ, সাদ্দাম রহমান, গিয়াস উদ্দিন আহমেদ জুনায়েত, আরিফুর রহমান, বিজয় বড়ুয়া প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।