ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফুটপাত-সড়কে নির্মাণসামগ্রী: জরিমানা ১০ হাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
ফুটপাত-সড়কে নির্মাণসামগ্রী: জরিমানা ১০ হাজার

চট্টগ্রাম: নগরের দামপাড়ার চট্টেশ্বরী সড়কে আলিফ মিম টাওয়ারের নির্মাণসামগ্রী ফুটপাত ও সড়কে রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে কোতোয়ালী থানাধীন সিটি করপোরেশনের মালিকানাধীন মিউনিসিপ্যাল মডেল স্কুল মার্কেটের ১৪ নম্বর দোকান অবৈধ দখলদার উচ্ছেদ পূর্বক সিলগালা করা হয় এবং চকবাজারে সিটি করপোরেশনের মালিকানাধীন আধুনিক চকসুপার মার্কেটের তালাবদ্ধ সমিতি অফিস খুলে দিয়ে মার্কেটের বর্তমান কমিটিকে বুঝিয়ে দেওয়া হয়।

 

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ  সহায়তা করেন।

বাংলাদেশ সময়ঃ ২১১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।