ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবির হল, পরিবহন ও ভর্তি চলবে, ক্লাস অনলাইনে

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
চবির হল, পরিবহন ও ভর্তি চলবে, ক্লাস অনলাইনে ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ধরনের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে চলমান পরীক্ষাগুলো হবে শিক্ষার্থীদের উপস্থিতিতে।

এ ছাড়া আবাসিক হলগুলাে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও অফিশিয়াল কার্যক্রম সশরীরে বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস চলবে। এ ছাড়া চলমান পরীক্ষাগুলো শিক্ষার্থীদের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে। এ ছাড়া গবেষণাকর্ম, দাফতরিক প্রয়োজনে এবং প্রথমবর্ষের ভর্তি সংক্রান্ত কাজে স্ব স্ব বিভাগের দায়িত্বে অফিস খোলা থাকবে। আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করতে পারবেন।  সীমিত পরিসরে অফিস খোলা থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের কারও ভেতর করোনা উপসর্গ দেখা গেলে তিনি ছুটিতে থাকবেন। সব ধরনের জনসমাগম এ সময়ে নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।