ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আদালত থেকে পালানো আসামি মোটরসাইকেলসহ ধরা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
আদালত থেকে পালানো আসামি মোটরসাইকেলসহ ধরা! ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার মাদক মামলায় গ্রেফতারের পরে আদালত থেকে পালানো আসামি মো. ইয়াছিন শাকের জনিকে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) সকালে নগরের কাজীর দেউড়ি অ্যাপোলো শপিং সেন্টারের নিচ থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. ইয়াছিন শাকের জনি (২৩) কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

মহানগর গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মুহাম্মদ আলী হোসেন জানান, বাকলিয়া থানার মাদক মামলার আসামি মো. ইয়াছিন শাকের জনিকে আদালতে হাজির করা হলে তিনি আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যায়।

আদালতের হাজতখানা থেকে পলায়নের ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা করা হয়। বর্তমানে মামলাটি পিবিআই চট্টগ্রাম মেট্রোর তদন্তাধীন রয়েছে।

তিনি জানান, আমরা সম্প্রতি মোটরসাইকেল চোরদের একটি চক্রকে গ্রেফতার করেছি। ওই চক্রের পলাতক সদস্য হিসেবে আমরা ইয়াছিনকে আজ রোববার সকালে কাজীর দেউড়ি মোড়ের অ্যাপোলো শপিং সেন্টারের নিচ থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।