ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

 শিব চতুর্দশী মেলা: সীতাকুণ্ডে ট্রেন থামছে ৩ মিনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মার্চ ১, ২০২২
 শিব চতুর্দশী মেলা: সীতাকুণ্ডে ট্রেন থামছে ৩ মিনিট ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে চলছে শিব চতুর্দশী মেলা। এ উপলক্ষে সীতাকুণ্ড স্টেশনে ট্রেন থামছে ৩ মিনিট করে।

মঙ্গলবার (১ মার্চ) সকালে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের মাস্টার জাফর আলম।  

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের মহাতীর্থ সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে শুরু হয়েছে শিব চতুর্দশী মেলা।

এ উপলক্ষে সেখানে সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলা ট্রেন ছাড়া বাকি ট্রেনগুলো ৩ মিনিট করে থামছে।

সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম বাংলানিউজকে বলেন, তিন দিনব্যাপী মেলায় তীর্থযাত্রীদের আগমনের সুবিধার্থে তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। বসানো হয়েছে পর্যবেক্ষণ টাওয়ার। ১ লাখ ৭২ হাজার টাকা খরচে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন ১ হাজার।  

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের দুজন ম্যাজিট্রেট সার্বক্ষণিক মাঠে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, ১ মার্চ, ২০২২ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।