ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক মহসিন চৌধুরীর মা আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
সাংবাদিক মহসিন চৌধুরীর মা আর নেই ...

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বৈশাখী টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মহসিন চৌধুরীর মা হাসিনা বেগম আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)।  

মঙ্গলবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে নগরের খলিফাপট্টিস্থ নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
তিনি ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

আজ আসর নামাজের পর খলিফাপট্টির নিজ বাসার নিচে প্রথম জানাজা ও এশার নামাজের পর পটিয়ায় নিজ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

হাসিনা বেগমের মৃত্যুতে চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম গভীর শোক জানিয়েছেন। তারা শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানান।  

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
এআর /টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।