ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রাসেলস ভাইপার আতঙ্কে পিটিয়ে মারা হলো অজগর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জুন ২২, ২০২৪
রাসেলস ভাইপার আতঙ্কে পিটিয়ে মারা হলো অজগর ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় রাসেলস ভাইপার আতঙ্কে পিটিয়ে মারা হয়েছে অজগর সাপ। প্রায় ৫ ফুট দৈর্ঘ্যের সাপটি দেখে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

শুক্রবার (২১ জুন) রাত ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ডেপুটি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্থানীয় ফয়েজ আহমেদ এর মুরগির খামারে সাপটি দেখে এক যুবক চিৎকার দেয়।

লোকজন এগিয়ে এসে রাসেলস ভাইপার মনে করে সাপটিকে পিটিয়ে হত্যা করে। সাপটি দেখতে মানুষের ভিড় জমে। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে আসেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, সাপটি বার্মিজ গোলবাহার প্রজাতির অজগর। খাবারের খোঁজে লোকালয়ে যেতে পারে। এভাবে পিটিয়ে মারা দুঃখজনক।

সম্প্রতি রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফেসবুকে বিষয়টি নিয়ে অনেকে নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন। অনেকে প্রচার করছেন যে, সাপটি কামড় দিলে দ্রুত মানুষের মৃত্যু হয়। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে, রাসেলস ভাইপার সাপ মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে ফেসবুকে।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ২২, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।