ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে ২ জনের করোনা শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ১, ২০২২
মিরসরাইয়ে ২ জনের করোনা শনাক্ত ...

চট্টগ্রাম: নগরের ১১টি ল্যাবে ২৪৭টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শুক্রবার (১ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

বিশ্বব্যাপি করোনার সংক্রমণ শুরুর পর ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা আক্রান্ত শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল প্রথম কোনও ব্যক্তির মৃত্যু হয়।

সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ী, গত ২৪ ঘন্টায় অ্যান্টিজেন টেস্টে মিরসরাইয়ে ২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দশমিক ৮০ শতাংশ।

চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬২৮ জন। এছাড়া করোনায় ১ হাজার ৩৬২ জন মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।

করোনার শুরু থেকে চট্টগ্রামে মাত্র একটি ল্যাবে নমুনা পরীক্ষা করা হলেও বর্তমানে ১৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে৷

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ০১ এপ্রিল, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।