ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মনিটরিং টিমের অভিযানে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
মনিটরিং টিমের অভিযানে জরিমানা  মনিটরিং টিমের অভিযান

চট্টগ্রাম: রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বাজার মনিটরিংসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা করতে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন মনিটরিং টিমের সদস্যরা।

রোববার (৩ এপ্রিল) দিনব্যাপী অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাইমা ইসলাম, হিমাদ্রি খীসা, সুবল চাকমা ও হুছাইন মুহাম্মদ।

 

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নগরের সদরঘাট, কোতোয়ালী, ডবলমুরিং, বায়েজিদ, খুলশী, পাঁচলাইশ, আকবরশাহ, পাহাড়তলী ও হালিশহর এলাকার বাজার মনিটরিং করেন। এ সময় মূল্যতালিকা প্রদর্শন না করায় এবং বেশি মূল্যে পণ্য বিক্রি করায় বিভিন্ন জনকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্লাবন কুমার বিশ্বাস বাংলানিউজকে বলেন, রমজান উপলক্ষে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পরিচালিত অভিযানে বিভিন্ন জনকে জরিমানা করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ৩ এপ্রিল, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।