ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঘোষণা কম রফতানি হচ্ছিল বেশি!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২২
ঘোষণা কম রফতানি হচ্ছিল বেশি! ...

চট্টগ্রাম: গ্রিসে পোশাক রফতানির চালানে ৮ লাখ ১৭ হাজার টাকা পাচারের অপচেষ্টা রুখে দিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস।  

নগরের এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে লোড করা ঢাকার ১২৭ ফরিদাবাদের এইচএম ফ্যাশন ওয়্যার নামের একটি রফতানিকারক প্রতিষ্ঠানের চালানে (বি-এক্স নম্বর: সি ৫৩৭৭৪১, ২০ মার্চ ২০২২) এ অপচেষ্টা হয়েছে।

 

কাস্টম হাউসের ডেপুটি কমিশনার মো. আহসান উল্লাহ জানান, এ চালানের সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল চট্টগ্রামের মিম ইন্টারন্যাশনাল। গোপন সংবাদ থাকায় চালানটি আটক করা হয়।

শতভাগ কায়িক পরীক্ষায় ২২ হাজার ৯৫৩ পিস টি শার্ট, পোলো শার্ট, ট্যাংক টপ, শর্ট প্যান্ট, জিন্স প্যান্ট ও লেডিস টাইস ঘোষণার বিপরীতে ৪১ হাজার ১৬৮ পিস পাওয়া যায়। বাড়তি পাওয়া গেছে ১৮ হাজার ২১৫ পিস। যার মূল্য প্রায় ৮ লাখ ১৭ হাজার ৪২৬ টাকা। প্রতি পিসের ঘোষিত মূল্য দশমিক ৫৩ ডলার।  

তিনি জানান, এ চালানটির বিপরীতে এলসি করা হয়েছে অগ্রণী ব্যাংকে। এ ঘটনায় কাস্টম হাউসের কমিশনার মহোদয়ের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।