ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি, গুনতে হলো জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি, গুনতে হলো জরিমানা 

চট্টগ্রাম: রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় মহিষের মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি করায় ৩ জনকে জরিমানা করা হয়।

 

সোমবার (৪ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নগরের চকবাজার এলাকায় চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা এ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, নগরের চকবাজার এলাকায় মাছ, মাংস, সবজি বাজার, মুরগীর বাজার ও মুদি দোকানে পরিচালিত অভিযানে ৯টি মামলায় ৩০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রয় করায় ৩টি দোকানে জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় ও অধিক মূল্যে সবজি ও ভোজ্য তেল বিক্রয় করায় বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়।  

নগরের চান্দগাঁও সার্কেলর সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বাংলানিউজকে বলেন, নগরের চকবাজার এলাকায় মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করছিল তিনটি দোকান। এদের জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্ক করা। এছাড়াও বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ০৪ এপ্রিল, ২০২২
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।