ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ৪, ২০২২
বোয়ালখালীতে পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলনে নামা রিজেন্ট টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

 

সোমবার (৪ এপ্রিল) বোয়ালখালী উপজেলার কালুরঘাট এলাকার রিজেন্ট টেক্সটাইল কারখানর সামনে এ ঘটনা ঘটে।

বোয়ালখালী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, শ্রমিকরা বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলন করছিল।

পুলিশ সকাল থেকেই ঘটনা স্থলে অবস্থান নেয়। তারা সড়ক অবরোধ করে আন্দোলন করার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেওয়া চেষ্টা করে। কিন্তু ক্ষুব্ধ হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।  

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০২২
এমআর/টিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।