ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের অভিযানে বেকারি ও রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
চসিকের অভিযানে বেকারি ও রেস্তোরাঁকে ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম: অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কারখানায় খাদ্যপণ্য তৈরি, খোলা ও মেয়াদবিহীন খাদ্যপণ্য রাখা, কর্মরত কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকায় হালিশহরের গাউছিয়া সুইটস অ্যান্ড বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।  

অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও বিক্রি এবং বাসি খাবার সংরক্ষণ করায় অলংকার মোড়ের আয়োজন রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে মঙ্গলবার (৫ এপ্রিল) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।

অভিযানকালে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যরা সহায়তা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।