ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে তাঁতবস্ত্র ও ক্ষুদ্র শিল্পমেলা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
চট্টগ্রামে তাঁতবস্ত্র ও ক্ষুদ্র শিল্পমেলা শুরু মেলার স্টল পরিদর্শন করেন অতিথিরা।

চট্টগ্রাম: দেশি তাঁত ও জামদানি শিল্প বাঁচিয়ে রাখার স্বার্থে এবারের ঈদে দেশি পোশাক কেনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস।  

শুত্রুবার (৮ এপ্রিল) বিকেলে নগরীর জিইসি কনভেনশেন সেন্টার চত্বরে মাসব্যাপী তাঁতবস্ত্র, জামদানি ও ক্ষুদ্র শিল্পমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, কুটির শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী হান্নান শিকদার, নগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, বিগত দুই বছর করোনা মহামারির কারণে দেশের ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানগুলো প্রায় বন্ধই হয়ে গিয়েছিল।

এখন তারা আবার উঠে দাঁড়ানোর সংগ্রাম করছে। এসময় তাদের পাশে থেকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব।

ফিতা কেটে মেলা উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের মেলায় বিখ্যাত জামদানি শাড়ি, তাঁত ও দেশি থ্রিপিস, পাঞ্জাবি, নানা পোশাক, মাটির তৈরি পণ্যসহ রকমারি গৃহস্থালি সামগ্রীর স্ট রয়েছে। মেলা চলবে চাঁদরাত পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।