ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আলকরণ ও ফিরিঙ্গিবাজারে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
আলকরণ ও ফিরিঙ্গিবাজারে খাদ্যসামগ্রী বিতরণ ...

চট্টগ্রাম: যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কর্মসূচির অংশ হিসেবে যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবুর উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ  করা হয়েছে।  

রোববার (১০ এপ্রিল) বিকেলে ফিরিঙ্গিবাজার হোমিওপ্যাথিক কলেজ মাঠে ৩০০ অসহায় মানুষকে পবিত্র রমজান উপলক্ষে চাল, তেল, পেঁয়াজ ইত্যাদি বিতরণ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, নুরন্নবী পারভেজ, জ্জাদ হোসাইন চৌধুরী পাভেল, রায়হান নেওয়াজ  সজীব, মো. আতিকুর রহমান আতিক, মারুফ আহমেদ সিদ্দীক, মো. ইকবাল, মো. রাশেদ চৌধুরী, মো. ইসমাঈল, ফরহাদ আবদুল্লাহ, সাজ্জাদ আলী, জুয়েল, সাজিবুল ইসলাম সজীব, জুয়েল দাশ, আসিফ হোসেন মিলাদ, অপু দাশ, মোস্তাফা মামুন, মাকসুদুর রহমান, মো. শোয়েব, জুয়েল আকবর, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, নুরুল ইসলাম রিয়াদ, মামুন হোসেন আবির, সাইফুর রহমান রানা, জুয়েল দাশ রানা, জয় দাশ ঠাকুর, মো. মামুন, তারিকুল ইসলাম, কোরবান আলী আজাদ, সুৃমন, আারফাত, রাহাত প্রমুখ।

দেবাশীষ পাল দেবু বলেন, মানবিক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের আহ্বানে আমরা বিগত দিনে বিভিন্ন সহযোগিতা নিয়ে আপনাদের পাশে ছিলাম।

আজ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি। মানবিক যুবলীগের এ সহযোগিতা আগামী দিনেও চট্টগ্রামে অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।