ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিন চৌধুরীর সবসময় সাধারণ মানুষের পাশে থাকতেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
মহিউদ্দিন চৌধুরীর সবসময় সাধারণ মানুষের পাশে থাকতেন

চট্টগ্রাম: প্রতিদিনের ন্যায় দুই হাজার মানুষের মধ্যে ইফতার বিতরণ করেছে এবিএম মহিউদ্দিন চৌধুরী ফাউন্ডেশন।  

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকেলে নগরের বিভিন্ন স্থানে গরীব দুস্থদের এসব ইফতার বিতরণ করা হয়।

সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের সার্বিক ব্যবস্থাপনায় এ রমজান মাসব্যাপি এ কর্যক্রম চালানো হচ্ছে।  

হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, একজন নেতা মানে সাধারণ মানুষকে জাগ্রত করা।

চেতনা ও আদর্শকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। মহিউদ্দিন চৌধুরী তেমন একটি আদর্শের নাম। একটি চেতনার নাম। মহিউদ্দিন চৌধুরীর আদর্শ ছিল সাধারণ মানুষকে ভালোবাসা। মানুষকে খাওয়ানো তার অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল। মহিউদ্দীন চৌধুরীর জীবদ্দশায় প্রতি রমযান আসলে হাজার হাজার সাধারণ জনতা নিয়ে তিনি ইফতার করতেন। আমি তার একজন কর্মী হিসাবে তার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছি।  

এসময় উপস্থিত ছিলেন, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা এম কুতুবউদ্দীন চৌধুরী, মোহাম্মদ তসলিম, কাজী দেলোয়ার হোসেন, মোহাম্মদ জাহেদ, মোহাম্মদ কামরুল হাসান, চট্টগ্রাম কলেজ  ছাত্রলীগের সহ সভাপতি মনিরুল ইসলাম, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন পলাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।