ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় এলডিপির ইফতার মাহফিলে দুর্বৃত্তের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
সাতকানিয়ায় এলডিপির ইফতার মাহফিলে দুর্বৃত্তের হামলা ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: সাতকানিয়ায় দুর্বৃত্তের হামলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ইফতার মাহফিল পণ্ড হয়ে গেছে।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে একটি রিসোর্টে এলডিপি’র পক্ষ থেকে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সেখানে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের।

প্রধান অতিথি অনুষ্ঠানে যোগ দেওয়ার পূর্বে বিকেল সাড়ে ৪টায় প্রায় ৫০ জন সশস্ত্র হামলা করে ইফতার মাহফিল পণ্ড করে দেয়।

সেখানে দায়িত্বরত এলডিপি নেতা জসিমের মাথা ফেটে যায়। এ সময় সন্ত্রাসীরা ইফতারের জন্য প্রস্তুত করা সব খাবার নষ্ট করে দেয়।  

চট্টগ্রাম-১৪ আসনের এমপি নজরুল ইসলাম চৌধুরী ও তার ভাই মন্টু এ ঘটনার সঙ্গে জড়িত বলে এলডিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

হামলার বিষয়টি স্বীকার করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেন নি সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান।  ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি ব্যস্ততার অজুহাতে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।  

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২২
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।