ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা থানার দক্ষিণ পাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক জামাল মিয়া (৪৫) মারা গেছেন। রোববার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ডেলপাড়া সেকান্দার মিয়ার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।

জামাল মিয়া বরগুনা জেলার পাথরঘাটার মোক্তার হাওলাদারের ছেলে।  

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বাংলানিউজকে বলেন, নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় নির্মাণকাজ করার সময় দুর্ঘটনাবশত নিচে পড়ে জামাল মিয়া গুরুতর আহত হন।

সহকর্মীরা উদ্ধার করে দুুপুর সোয়া ১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।