ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কাউন্সিলর জাবেদ এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
কাউন্সিলর জাবেদ এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ ...

চট্টগ্রাম: নগরের ২৩ নম্বর উত্তর পাহাড়তলীতে ৩শ পরিবারের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) বিকালে ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ এর উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ওয়ার্ডের ধনিয়ালা পাড়া স্কুল বাড়ি, সালেহ আহমেদ কন্ট্রাক্টর বাড়ি, টিঅ্যান্ডটি গলিতে  খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন এলাকার মেম্বার মোহাম্মদ নিজামউদ্দিন, আব্দুল আহাদ কায়সার, বশির আহমেদ তারেক সহ এলাকার সর্দার ও মুরুব্বিরা।

কাউন্সিলর মোহাম্মদ জাবেদ বলেন, অসহায়দের প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করে সওয়াব লাভের সর্বোত্তম সময় রমজান।

অনেক গরিব-দুখী মানুষ আছেন, যারা সেহেরি ও ইফতারে সামান্য খাবারও জোগাড় করতে হিমশিম খান। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে এ ধরনের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেক মুসলমানের ঈমানি কর্তব্য।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।