ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বনভূমির পাহাড় কাটায় জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
বনভূমির পাহাড় কাটায় জরিমানা ...

চট্টগ্রাম: দক্ষিণ বন বিভাগ পটিয়া রেঞ্জের চন্দনাইশ উপজেলার বরগুনি বিট জঙ্গল হাশিমপুর মৌজার সরকারি সংরক্ষিত বনাঞ্চলের পাশের এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. আজিজকে ৫০ হাজার জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর জব্দ করা হয়।

 

বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী এ অভিযান পরিচালনা করেন। এ সময় চন্দনাইশ উপজেলার বরগুনি বিট কর্মকর্তা খন্দকার মাহাবুবুর রহমান ও চন্দনাইশ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী বাংলানিউজকে বলেন, অবৈধভাবে পাহাড় ও কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগামী দিনে কৃষিজমি রক্ষায় চন্দনাইশ উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।