ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেন থেকে পড়ে গেল বন্দরের পণ্যভর্তি কনটেইনার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
ট্রেন থেকে পড়ে গেল বন্দরের পণ্যভর্তি কনটেইনার  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রেন থেকে পণ্যভর্তি কনটেইনার উল্টে গেছে। এতে কেউ হতাহত হয়নি।

তবে পণ্যবাহী ওই ট্রেনের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল অফিস জানায়, বন্দর থেকে পণ্য ভর্তি কনটেইনার নিয়ে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল ওই ট্রেনটি। ১৫ স্লটের ওই ট্রেন সল্টগোলা ক্রসিং এলাকায় আসলে ১১ নম্বর স্লটটি উল্টে যায়। ট্রেনটি সিজিপিওয়াই থেকে রাত ৮টায় ঢাকার কমলাপুর আইসিডির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী বাংলানিউজকে বলেন, ট্রেনের স্লট ও কনেটেইনার উদ্ধারে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।