ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভোররাতে ডাকাতি, ৫০ ভরি স্বর্ণ লুট!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৫, মে ১৬, ২০২২
ভোররাতে ডাকাতি, ৫০ ভরি স্বর্ণ লুট! ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার মোহরা মৌলভী বাজার এলাকার একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ মে) ভোররাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে একে খান বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় বাড়িতে থাকা কয়েজনকে মারধর ও নির্যাতন করে ডাকাতরা। একে খান বাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বাড়ি থাকা ৫০ ভরি স্বর্ণ ও নগদ ৬৫ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা।
 

এদিকে জিজ্ঞাসাবাদ করার জন্য শরীফ ও বাপ্পি নামে দুইজনকে আটক করেছে চান্দঁগাও থানা পুলিশ।  

ডাকাতির ঘটনার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পাঁচলাইশ জোনের সহকারী কমিশনার মো.শাহ আলম।

তিনি বলেন, এখনো মামলা হয়নি। কিন্তু ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। ৫০ ভরি স্বর্ণ ও ৬৫ হাজার টাকা ডাকাতি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো থানায় এজাহার দেননি, যে কারণে বলা যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, মে ১৬, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।