ঢাকা, সোমবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষাবোর্ডের কার্যক্রম আরও গতিশীল করতে চান নতুন চেয়ারম্যান 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৪, মে ১৭, ২০২২
শিক্ষাবোর্ডের কার্যক্রম আরও গতিশীল করতে চান নতুন চেয়ারম্যান 

চট্টগ্রাম: শিক্ষাবোর্ডকে আধুনিক তথ্য প্রযুক্তি সুবিধাসম্পন্ন, দুর্নীতিমুক্ত ও সেবাধর্মী কার্যক্রমে অধিক গতিশীলতা আনয়নের প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।  

মঙ্গলবার(১৭ মে) সকাল ১০টার দিকে বোর্ড মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সকল সেবা শিক্ষক শিক্ষার্থীদের কাছে পৌঁছানো হবে এ আমার অঙ্গীকার। এ লক্ষ্যে কর্মকর্তা কর্মচারীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

 
এর আগে সকালে বোর্ড চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার।  

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপসচিব মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বোর্ডের সচিব প্রফেসর আবদুল আলীম, কলেজ পরিদর্শক প্রফেসর জাহেদুল হক, বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, উপ পরিচালক (হিসাব ও নিরীক্ষা) তাওয়ারিক আলম।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১৭, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।