ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৃহস্পতিবার চবিতে শুরু ৩ মাসব্যাপী বিতর্ক কর্মশালা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, মে ৩০, ২০২২
বৃহস্পতিবার চবিতে শুরু ৩ মাসব্যাপী বিতর্ক কর্মশালা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) উদ্যোগে বৃহস্পতিবার (২ জুন) শুরু হবে ৩ মাসব্যাপী বিতর্ক ও পাবলিক স্পিকিং কর্মশালা।

সোমবার (৩০ মে) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

সিইউডিএস সভাপতি মো. হাসিব খাঁন বলেন, আয়োজনের প্রথমভাগে খ্যাতনামা প্রশিক্ষক দ্বারা পরিচালিত হবে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, আইন বিভাগের অধ্যাপক এবিএম আবু নোমান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মো. মতিউল হক মাসুদ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মাসুম আহমেদ এবং বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার, সাকিব বিন রশিদ ও ওয়াসিফ আল আমিন নবীন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিবেন।

কর্মশালার দ্বিতীয় অংশে থাকবে নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সপ্তদশ সিইউডিএস নভিস বাংলা এবং ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। যেখানে শিক্ষার্থীরা তাদের প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা থেকে যুক্তিতর্ক চর্চা করবে। একইসঙ্গে সপ্তদশ সিইউডিএস ইংরেজি পাবলিক স্পীকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান, প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া। একইদিন বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা খানমের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের প্রশিক্ষণ সনদপত্রসহ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর্মশালার আহ্বায়ক ও সিইউডিএসের সাংগঠনিক সম্পাদক আনিকা তাহাসিন হক কথা, কর্মশালার যুগ্ম আহ্বায়ক ও সিইউডিএসের অর্থ সম্পাদক কায়েস মোহাম্মদ সাইফুল্লাহ, মিডিয়া অ্যান্ড অনলাইন অ্যাফেয়ার্স সম্পাদক দিলরুবা আক্তার পুতুল।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মে ৩০, ২০২২
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।