ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুন ৩, ২০২২
হাটহাজারীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার  ...

চট্টগ্রাম: হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ভাড়া বাসা থেকে প্রিন্স দাস (২৭) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার (২ জুন)  রাতে ফটিকা এলাকার প্রাণি ও পশুসম্পদ হাসপাতালের পাশের একটি  ভবনের তিন তলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

 

প্রিন্স দাস বুড়িশ্চর ইউনিয়নের সুনীল দাসের ছেলে। তিনি ডিশ ক্যাবল অপারেটর কর্মী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের তিন তলায় কয়েকজনসহ প্রিন্স দাস ভাড়ায় থাকতেন। ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে ভবনের মালিক রাত ৯ টার দিকে ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, পুলিশ গ্রিল কেটে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জুন ০৩, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।