ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে যাত্রীর ব্যাগেজে ২০০ কার্টন সিগারেট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, জুন ১২, ২০২২
শাহ আমানতে যাত্রীর ব্যাগেজে ২০০ কার্টন সিগারেট ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে ২০০ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে।  

শনিবার (১১ জুন) রাতে ফ্লাই দুবাইয়ের এফজেড-৫৫৯২ ফ্লাইটে আসা সাতকানিয়ার আবদুল মোমেন নামের ওই যাত্রীর কাছ থেকে এসব সিগারেট পাওয়া যায়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তারা। এরপর শুল্ক গোয়েন্দা টিমের সহায়তায় ব্যাগেজ তল্লাশি করে ২০০ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট পাওয়া যায়।

প্রতি কার্টন ২ হাজার টাকা বাজারমূল্য হিসাব করলে এসব সিগারেটের দাম প্রায় ৪ লাখ টাকা।  

শুল্ক গোয়েন্দা অধিদফতরের একজন কর্মকর্তা বাংলানিউজকে জানান, এসব সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। ডিএম করে বিমানবন্দর কাস্টমসকে সিগারেটগুলো বুঝিয়ে দেওয়া হবে। আটক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুন ১২, ২০২২
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।