ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালদায় অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুন ১৪, ২০২২
হালদায় অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ  ...

চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার চর ঘেরা জাল জব্দ করেছে নৌ পুলিশ সদস্যরা। এ ছাড়াও দুটি ঠেলা জাল জব্দ করা হয়।

 

মঙ্গলবার (১৪ জুন) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত হালদা নদীর উরকিরচর, ছায়ারচর, কচুখাইন ও হালদা নদীর মোহনার আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ভোর থেকে সকাল পর্যন্ত হালদা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চর ঘেরা জাল জব্দ করা হয়েছে।

এছাড়াও ২ হাজার চিংড়ি মাছের রেণু পোনা উদ্ধার করা হয়। পরে পোনাগুলো তৎক্ষণিক নদীতে অবমুক্ত করা হয়। হালদা নদীতে অভিযান ও টহল অব্যহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, জুন ১৪, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।