ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হুইলচেয়ারে ভোট দিতে এলেন স্বপ্না রাণী

মিনহাজুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জুন ১৫, ২০২২
হুইলচেয়ারে ভোট দিতে এলেন স্বপ্না রাণী ...

বাঁশখালী থেকে: বাথরুমে পড়ে দেড় বছর আগে পঙ্গুত্ব বরণ করেন স্বপ্না রাণী ধর। হুইল চেয়ারে চলাচল করতে হয়।

আগে ভোটকেন্দ্রে পায়ে হেঁটে আসতেন। এবার হুইলচেয়ারে বসে ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিতে এসেছেন।

বাঁশখালীর পুকুরিয়া আনছারুল উলুম ফাজিল মাদরাসার ৮ নম্বর ওয়ার্ডে ভোটকেন্দ্রে বুধবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বাংলানিউজের সঙ্গে কথা হয় স্বপ্না রাণীর। তিনি পুকুরিয়া বণিক পাড়ার মৃত জ্ঞানেন্দ্র ধরের স্ত্রী।  

স্বপ্না রাণী ধর বলেন, দেশ স্বাধীনের পর থেকে নির্বাচনে ভোট দিয়ে আসছি। কখন আবার ভোট দিতে পারবো, সেজন্য কষ্ট হলেও ভোট দিতে এসেছি। এবার নাকি ইভিএমে ভোট হচ্ছে। সেটা কিভাবে দিতে হবে, তার জন্য আগ্রহ আরও বেশি ছিল। ছেলেকে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি।

ছেলে রতন ধর বাংলানিউজকে বলেন, মা অসুস্থ দেড় বছর ধরে। ভোটকেন্দ্রের পরিবেশ দেখে মাকে ভোট দিতে নিয়ে আসলাম।

ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিস এনামুল করিম বাংলানিউজকে বলেন, আমাদের কেন্দ্রতে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ হচ্ছে। প্রতিবন্ধীদের লাইন ছাড়া ভোট নেওয়া হচ্ছে।  

প্রসঙ্গত, বাঁশখালী উপজেলার ১৩টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।