ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে স্বর্ণ ও সিসাসহ যাত্রী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, জুন ১৬, ২০২২
শাহ আমানতে স্বর্ণ ও সিসাসহ যাত্রী আটক ...

চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ, ৯ কেজি সিসাসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৭টার দিকে গোপন সংবাদের জামালপুরের মাসুদ রানা নামের ওই যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দারা।

বিমানবন্দরে দায়িত্বরত একজন শুল্ক গোয়েন্দা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়।

এরপর তল্লাশি চালিয়ে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা পাওয়া যায়। এরপর তাকে আটক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।

এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে মামলা এবং স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এআর/এসি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।