ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পাহাড় ধসে কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জুন ২০, ২০২২
চট্টগ্রামে পাহাড় ধসে কিশোরের মৃত্যু ...

চট্টগ্রাম: নগরের চশমা হিলে পাহাড় ধসে মো. আবু রায়হান (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

সোমবার (২০ জুন) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাঁচলাইশ থানা পুলিশ।

 

মো. আবু রায়হান কুমিল্লা জেলার লাকসাম থানার ইছাপুর গ্রামের দ্বীন মোহাম্মাদের ছেলে।  

এদিকে, পাহাড় ধসে কিশোরের মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতে তৎপর পরিবারসহ এলাকার স্থানীয় লোকজন।

বিষয়টি পুলিশের কাছে যাওয়ার আগেই পরিবার মরদেহ নিয়ে যায় কুমিল্লায়।  

পাহাড় ধসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে স্থানীয় কাউন্সিলর মো. মোরশেদ আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করেন। তবে একটি দেওয়াল ধসে পড়েছে বলে জানান তিনি।  

পাঁচলাইশ থানার উপপরিদর্শক মাহবুবুল আলম বাংলানিউজকে বলেন, পাহাড়ের পাদদেশে একটি মুদি দোকান ছিল। ভোরের দিকে পাহাড় ধসে এসে ওই দোকানের ওপর পড়ে। এতে রায়হান নামে এক কিশোরের মৃত্যু হয়।  

তিনি বলেন, আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ওই কিশোরের মরদেহ নিয়ে কুমিল্লা চলে গেছে স্বজনরা। পুলিশ নিহতের পরিচয় জানতে চাইলে আশপাশের কেউ মুখ খুলতে রাজি হয়নি। পরে স্থানীয় স্কুলে গিয়ে ওই কিশোরের পরিচয় পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, জুন ২০, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।