ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

স্বকাল শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন বিপুল বড়ুয়াসহ ৪ জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জুন ২৬, ২০২২
স্বকাল শিশুসাহিত্য পুরস্কার পাচ্ছেন বিপুল বড়ুয়াসহ ৪ জন ...

চট্টগ্রাম: স্বকাল শিশুসাহিত্য সংসদ চট্টগ্রাম স্বকাল শিশুসাহিত্য পুরস্কার ২০২০ ও ২০২১ এর ফলাফল ঘোষণা করা হয়েছে।

বিচারক মণ্ডলীর রায়ে ২০২০ সালে পদ্য শাখায় ‘মেঘ পাহাড়ের বাড়ি’ বইয়ের জন্য আনোয়ারুল হক নূরী ও গদ্য শাখায় ‘শায়লার লাল ফ্রক’ বইয়ের জন্য রহমান রনি এবং ২০২১ সালে পদ্য শাখায় ‘মনের খাতায় স্বপ্ন আঁকি’ বইয়ের জন্য সনজিত দে ও গদ্য শাখায় ‘বুবুন ও পরির গল্প’ বইয়ের জন্য বিপুল বড়ুয়া পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

পুরস্কার হিসেবে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ ইত্যাদি আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে।

চট্টগ্রামের শিশুসাহিত্যিকদের প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

করোনা মহামারির জন্য গত বছর পুরস্কার দেওয়া সম্ভব হয়নি। গত মার্চে পুরস্কারের জন্য বই আহ্বান করা হয়েছে। এর ভিত্তিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।