ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শাটল ট্রেনে চবি ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৯, জুন ২৮, ২০২২
শাটল ট্রেনে চবি ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, গ্রেফতার ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে যৌন হয়রানির শিকার হয়েছেন এক ছাত্রী। এ ঘটনায় অভিযুক্ত বাবুল হোসেন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ জুন) সকালে নগরের বটতলী রেলস্টেশনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রী বাদী হয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

জানা গেছে, আজ সকাল সাড়ে ৭টার বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের ২য় বগিতে উঠেন ওই ছাত্রী। এসময় বগিতে থাকা বাকি দুই ব্যক্তি ঘুমন্ত থাকায় সুযোগ পেয়ে অভিযুক্ত বাবুল হোসেন ওই ছাত্রীকে শারীরিকভাবে হেনস্থা করে। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে আশপাশের লোকজন বাবুলকে ধাওয়া করে বটতলী রেলস্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে ধরা হয়। এরপর তাকে রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভোক্তভোগী ছাত্রীর করা মামলার প্রেক্ষিতে বাবুল হোসেনকে গ্রেফতার দেখিয়েছি পুলিশ।  

পুলিশসূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া বাবুল হোসেন সিলেটের বিয়ানি বাজার উপজেলার ১১নম্বর ওয়ার্ডের কালাইওড়া গ্রামের মৃত মোকাদ্দেস আলীর ছেলে।

চট্টগ্রাম রেলওয়ে থানার ডিউটি অফিসার মোহাম্মদ নূরে আলম বাংলানিউজ বলেন, ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামী পুলিশ হেফাজতে আছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।  

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এমএ/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।