ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চোরাই স্বর্ণালংকারসহ গৃহপরিচারিকা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৪, জুন ২৯, ২০২২
চোরাই স্বর্ণালংকারসহ গৃহপরিচারিকা গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানা পুলিশ চোরাই স্বর্ণালংকারসহ মাবিয়া খাতুন (৩৭) নামে এক গৃহপরিচারিকাকে গ্রেফতার করেছে।  

মঙ্গলবার (২৮ জুন) রাতে আনোয়ারার বটতলী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মাবিয়া খাতুন ওই এলাকার আবদুল নবীর মেয়ে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন মজুমদার জানান, ও আর নিজাম রোডের মিম টাওয়ারের ৬ষ্ঠ তলায় নাজমুল হাসানের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন মাবিয়া খাতুন।

গত ২১ মে ওই বাসা থেকে ২ ভরি ওজনের ১টি স্বর্ণের গলার হার, ১টি চেইন ও ২ জোড়া কানের দুল চুরি করে কৌশলে পালিয়ে যান। এ ঘটনায় গৃহকর্তা নাজমুল হাসান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।