ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রক্তদাতা কাউন্সিলর বাবুর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, জুলাই ৫, ২০২২
রক্তদাতা কাউন্সিলর বাবুর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রক্ত দিচ্ছেন কাউন্সিলর মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু।

চট্টগ্রাম: চমেকের সন্ধানী ব্লাড ব্যাংকে রক্ত দিতে গেলে কর্মীরা দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেছেন চসিকের কাউন্সিলর মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু।  

তিনি বাংলানিউজকে বলেন, মানুষের জীবন বাঁচাতে ১৯৯১ সাল থেকে রক্ত দিয়ে আসছি।

এ পর্যন্ত অন্তত ৪৫-৫০ বার ‘এ নেগেটিভ’ রক্ত দিয়েছি। এরই ধারাবাহিকতায় গত রোববার (০৩ জুলাই) আনুমানিক বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সন্ধানী ব্লাড সেকশন থেকে বার বার ফোন আসে রক্ত দেওয়ার জন্য।
ব্যস্ততার মধ্যেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিকেল সোয়া ৫টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের সন্ধানী ব্লাড সেকশনে পৌঁছি।

কিন্তু একজন রক্তদাতা হিসেবে ন্যূনতম সম্মানটুকু পাওয়া দূরে থাক উল্টো দুর্ব্যবহার করা হলো। আমার সঙ্গে এই আচরণ হলে, সাধারণ মানুষের সঙ্গে কেমন আচরণ করা হয় তা আমার বোধগম্য নয়। যোগ করেন কাউন্সিলর বাবু।

তিনি সন্ধানী ব্লাড ব্যাংকের রক্ত গ্রহণ প্রক্রিয়া আধুনিক করার পাশাপাশি অফিসটির পরিবেশ উন্নত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুলাই ০৫ , ২০২২
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।