ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খাতুনগঞ্জে জোয়ারে হাঁটু পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২
খাতুনগঞ্জে জোয়ারে হাঁটু পানি ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: আকাশে মেঘ নেই। কাঠফাটা রোদ।

কিন্তু ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জ, চাক্তাই, আসাদগঞ্জ ও বাকলিয়ার নিচু এলাকায় জোয়ারের পানি উঠেছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা দেড়টার দিকে জোয়ারের পানি বাড়তে থাকে।

পানি বাড়ায় নিচু গুদাম, আড়ত ও দোকানে পানি ঢুকে যায়। সড়কেও ছিল হাঁটুপানি। এতে ক্রেতা বিক্রেতারা দুর্ভোগে পড়েন। এর আগে বুধবারও এসব এলাকায় জোয়ারের পানি ঢুকেছিল।

খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়শনের সাগঠনিক সম্পাদক জামাল হোসেন জানান, এত বেশি পানি আগে কোনো জোয়ারে উঠেনি। নিচু এলাকার মানুষ ঘরে বন্দি এখন।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২২ 
এআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।