ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫৯ জন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
চট্টগ্রামে করোনা আক্রান্ত ৫৯ জন ...

চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১২টি ল্যাবে ৩৯৪টি নমুনা পরীক্ষায় ৫৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৯৭ শতাংশ।

এর মধ্যে ৪৬ জন নগরের, ১৩ জন বিভিন্ন উপজেলার।

শুক্রবার (১৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

উপজেলার মধ্যে লোহাগাড়ায় ১ জন, সাতকানিয়ায় ৩ জন, বাঁশখালীতে ২ জন, আনোয়ারায় ২ জন, বোয়ালখালীতে ১ জন, রাঙ্গুনিয়ায় ১ জন, রাউজানে ১ জন, হাটহাজারীতে ১ জন ও মিরসরাই উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত চট্টগ্রামে ১ লাখ ২৭ হাজার ৯৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ১ হাজার ৩৬৫ জন।  

এদিকে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মঙ্গলবার (১৯ জুলাই) কোভিড-১৯ বুস্টার ডোজ (৩য় ডোজ) ভ্যাকসিনেশন দিবস পালিত হবে। চট্টগ্রাম জেলার ১৫ উপজেলার ২০০ ইউনিয়নে ৬০০টি ওয়ার্ডে টিকা দেওয়া হবে।  

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, প্রতি ওয়ার্ডে ৫০০ ডোজ করে মোট ৩ লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ৩টি টিম ৫০০ ডোজ করে টিকা দেবেন। সিটি করপোরেশন এলাকায় লক্ষ্যমাত্রা ৪৭ হাজার ডোজ।  

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।