ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাসপাতাল বন্ধ করে উধাও মালিকপক্ষ, আন্দোলনে কর্মচারীরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
হাসপাতাল বন্ধ করে উধাও মালিকপক্ষ, আন্দোলনে কর্মচারীরা ...

চট্টগ্রাম: কর্মচারীদের বেতন-ভাতা না দিয়ে পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে হলি হেলথ নামের একটি বেসরকারি হাসপাতাল। বকেয়া বেতন ভাতার দাবিতে হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মচারীরা।

শুক্রবার (১৫ জুলাই) পাঁচলাইশ আবাসিক এলাকায় হাসপাতালের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা।

জানা গেছে, ২৪ ঘণ্টা সেবা দেওয়ার কথা থাকলেও কোরবানির বন্ধে মুসলিম কর্মচারীদের ছুটি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

তবে অমুসলিম কর্মচারীরা হাসপাতালে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কোনও ঘোষণা না দিয়ে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ছাড়পত্র দেওয়া হয় এবং কর্মরত কর্মচারীদের বের করে দিয়ে হাসপাতাল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে শতাধিক কর্মচারীর গত জুন মাসের বেতন আটকে যায়।

চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল ক্লিনিক কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ইফতেখার কামাল বাংলানিউজকে বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে হলি হেলথ হাসপাতাল। কোরবানির ছুটিতে বেশিরভাগ কর্মচারী ছুটিতে থাকার সুযোগে এ কাজ করেছে তারা। কর্মচারীদের জুন মাসের বেতন ভাতা ও ঈদ বোনাস দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির মালিকপক্ষ কেউ আসেনি।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।