ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে প্রথম ফিরতি হজ ফ্লাইট ২০ জুলাই 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
চট্টগ্রামে প্রথম ফিরতি হজ ফ্লাইট ২০ জুলাই  ...

চট্টগ্রাম: আগামী ২০ জুলাই চট্টগ্রামে হজের প্রথম ফিরতি ফ্লাইট আসবে। ওইদিন ৪১৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট।

 

বৃহস্পতিবার (১৪ জুলাই) শুরু হওয়া ফিরতি হজ ফ্লাইট চলবে ৪ আগস্ট পর্যন্ত। এদিন রাত সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাইটে ৪১৬ জন হাজি দেশে ফিরেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চট্টগ্রামের জেলা ম্যানেজার সরোজ কান্তি বড়ুয়া জানান, শুক্রবার (১৫ জুলাই) একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা হয়ে চট্টগ্রামে আসছেন ১০ জন হাজি। আগামী ২০ জুলাই ৪১৯ জন হাজি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এবার ফিরতি হজ ফ্লাইটে প্রায় ৫ হাজার ২০০ জন হাজি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

গত ১৫ জুন চট্টগ্রামের হজযাত্রীদের প্রথম হজযাত্রা শুরু হয়। শেষ হয় ২৮ জুলাই। এই সময়ের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি ডেডিকেটেড ফ্লাইটে মদিনা ও জেদ্দার উদ্দেশ্যে চট্টগ্রাম ছেড়ে যান ৫ হাজার ২শ হাজি।

পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৮ জুলাই। এ বছর হজ ব্যবস্থাপনার সদস্যসহ বাংলাদেশ থেকে মোট ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। বাংলাদেশ থেকে মোট ১৬৫টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৮৭টি। এসব ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন হজযাত্রী পরিবহন করেছে পতাকাবাহী এয়ারলাইন্সটি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।