ঢাকা, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২, ১১ জুলাই ২০২৫, ১৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দোকানের গুদামে মিললো হাজার লিটার সয়াবিন তেল 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৫, আগস্ট ৮, ২০২২
দোকানের গুদামে মিললো হাজার লিটার সয়াবিন তেল  ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল বাজারে একটি মুদি দোকানের গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা এক হাজার লিটার টিসিবির সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে।

রোববার (৭ আগস্ট) রাত ৯টার দিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেনের ভ্রাম্যমাণ আদালত মাসুদ স্টোরে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করেন।

এর আগে শনিবার (৬ আগস্ট) বিকেলে মাসুদ স্টোর থেকে এক হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করেছিল ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও শাহাদাত হোসেন বলেন, অবৈধভাবে খোলা বাজারে টিসিবির সয়াবিন তেল বিক্রির দায়ে মাসুদ স্টোরের মালিক মোহাম্মদ মাসুদকে ১ মাসের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি সয়াবিন তেল বোতল থেকে খুলে খোলা বাজারে বিক্রি করছিলেন।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।