ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অতিরিক্ত ভাড়া আদায় করায় জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
অতিরিক্ত ভাড়া আদায় করায় জরিমানা  বিআরটিএর অভিযান। ছবি: উজ্জ্বল ধর

চট্টগ্রাম: নগরে অতিরিক্ত ভাড়া আদায় ও কাগজপত্র ঠিক না থাকায় ৯ মামলায় ১২ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ আগস্ট) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরের পলোগ্রাউন্ড, জিইসি, ওয়ারলেস এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার।

এসময় ফিটনেস বিহীন একটি মামলায় ৩ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকায় একটি মামলায় ২ হাজার টাকা, রোড পারমিটবিহীন গাড়ি চালানোর অপরাধে একটি মামলায় ২ হাজার টাকা, অতিরিক্ত ভাড়া আদায় করায় ৬টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সিএনজি চালিত ১৮টি ও ডিজেল চালিত ৩৮ বাসকে এ জরিমানা আদায় করা হয়।

 

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার বাংলানিউজকে বলেন, কাগজপত্র ঠিক না থাকা, লাইসেন্সবিহীন গাড়ি চালানো, অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad