ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হালদা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, আগস্ট ১০, ২০২২
হালদা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার হালদা নদী।

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন হালদা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মামুনুর রশিদ (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি নাজিরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দীন মুন্সির বাড়ির মৃত আহম্মদ মিয়ার ছেলে।

 

বুধবার (১০ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব সুয়াবিলের হালদা নদীর নাছির মোহাম্মদ ঘাটে এ ঘটনা ঘটে।  
 
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বাংলানিউজকে বলেন, মাছ ধরতে গিয়ে নদী পারাপারের সময় পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।