ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, আগস্ট ১৩, ২০২২
বোয়ালখালীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে ছাত্রলীগের হামলা ...

চট্টগ্রাম: বোয়ালখালীর স্যার আশুতোষ সরকারি কলেজে শিক্ষক সংকট, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনে হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

শনিবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে কানুনগোপাড়ায় কলেজের সামনে এ ঘটনা ঘটে।

 এতে ৮ জন আহত হয়েছে বলে দাবি করেছেন বোয়ালখালী ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত।

হামলায় আহতরা হলেন- দক্ষিণ জেলা যুব ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া, বর্তমান সভাপতি সনদ বড়ুয়া, বোয়ালখালী কমিউনিস্ট পার্টির সভাপতি সাইফুদ্দিন সাইফ ও দক্ষিণ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন।

বাকি ৪ জনের নাম জানা যায়নি।

বোয়ালখালী ছাত্র ইউনিয়নের সহকারী আহ্বায়ক ইয়াছিন আরাফাত বাংলানিউজকে বলেন, কলেজে বি়ভিন্ন সমস্যা নিয়ে অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়ার পর আমরা মানববন্ধনে দাঁড়াই। এসময় কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল সর্দার, রয়েল দেবনাথ ও মো. কায়ুমের নেতৃত্বে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী আমাদের মানববন্ধনে দাঁড়াতে বাধা দেয়। বিষয়টি নিয়ে আমরা প্রতিবাদ করলে তারা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ৮ জন নেতা-কর্মী আহত হয়েছেন।

মানববন্ধনে ছাত্রলীগের হামলার বিষয়টি অস্বীকার করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বাংলানিউজকে বলেন, কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে ছাত্র ইউনিয়ন মানববন্ধন করতে চাইলে ছাত্রলীগের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তবে হামলার মতো কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।