ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

গুলিতে মায়ের মৃত্যুর ঘটনায় ছেলে আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, আগস্ট ১৮, ২০২২
গুলিতে মায়ের মৃত্যুর ঘটনায় ছেলে আটক ...

চট্টগ্রাম: পটিয়ায় গুলিতে মা জেসমিন আক্তার নিহত হওয়ার ঘটনায় ছেলে মাঈনুদ্দিন মোহাম্মদ মাঈনুকে আটক করেছে র‌্যাব।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নুরুল আবছার।

তিনি বলেন, মাঈনুদ্দিন মোহাম্মদ মাঈনুকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ আটক করা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর দেড়টায় র‌্যাব-৭ সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্পে ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

 

গত ১৬ আগস্ট রাতে পটিয়া থানায় মাঈনুকে একমাত্র আসামি করে বোন শায়লা শারমিন নিপা বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন।  

এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট)  দুপুরে পটিয়ায় পৌরসভার নিজ বাড়িতে ছেলে মাঈনুর গুলিতে তার মা, পটিয়া পৌরসভার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী জেসমিন আক্তার (৫০) নিহত হয়।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।