ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, আহত ২

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২২
চবি ছাত্রলীগের দুই গ্রুপের মারামারি, আহত ২ ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের দুইজন আহত হয়েছেন।

 আহতরা হলেন- সিক্সটি নাইনের অনুসারী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৯-২০ সেশনের মির্জা সফল প্রধান এবং সিএফসির অনুসারী ও ছাত্রলীগের উপবিজ্ঞান সম্পাদক ১৫-১৬ সেশনের শেখ রাসেল।  

সোমবার (০৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে কথা কাটাকাটির একপর্যায়ে মারামারিতে জড়ান তারা৷ 

জানা গেছে, মারামারির খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে চবির শাহ আমানত হলে সিএফসি ও শাহজালাল হলে সিক্সটি নাইনের কর্মীরা অবস্থান নিয়ে একে-অপরকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে৷ এ ঘটনায় আহত দুইজনকে চবি মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছে প্রক্টরিয়াল বডি।  

চবি প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বাংলানিউজকে বলেন, ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad