ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে টিকার আওতায় এলো ১ লাখ ৮৩ হাজার শিশু 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২২
চট্টগ্রামে টিকার আওতায় এলো ১ লাখ ৮৩ হাজার শিশু  ...

চট্টগ্রাম: শিশুদের করোনার টিকাদান কার্যক্রমের আওতায় ৫-১১ বছর বয়সী ১ লাখ ৮৩ হাজার ৭৪১ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর)  সিভিল কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

 

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, সর্বশেষ গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর)  ২০ হাজার ২০০ শিশুকে টিকা দেওয়া হয়। এর মধ্যে ১০ হাজার ২৪৬ জন ছাত্র এবং ছাত্রী ৯ হাজার ৯৫৪ জন।

এছাড়া এখন পর্যন্ত ১ লাখ ৮৩ হাজার ৭৪১ জন শিশু করোনা টিকার প্রথম ডোজের আওতায় এসেছে। এর মধ্যে ৮৮ হাজার ৮৪৩ জন ছাত্র এবং ৯৪ হাজার ৮৯৮ জন ছাত্রী।  

গত ২৪ আগস্ট থেকে চট্টগ্রাম নগরে শিশুদের করোনার টিকা কার্যক্রম চালু হলেও উপজেলায় এখনো শুরু হয়নি এ কার্যক্রম। ফলে শিশুদের বিরাট একটি অংশ এখনও টিকাদান কার্যক্রমের বাহিরে রয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বাংলানিউজকে বলেন, সিটি করপোরেশন এলাকার টিকাদান কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। তবে কিছু সমস্যার কারণে উপজেলায় কার্যক্রম শুরু করতে পারছি না। তবে শীঘ্রই এ কার্যক্রম শুরু হবে।  

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২২
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।