ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাইকে চড়ে কাস্টম হাউসে গেলেন বিজিএমইএ নেতারা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
বাইকে চড়ে কাস্টম হাউসে গেলেন বিজিএমইএ নেতারা যানজটের কবলে পড়ে নিজের গাড়ি ফেলে রাইড শেয়ারিংয়ের বাইকে বিজিএমইএ নেতারা।

চট্টগ্রাম: তীব্র যানজটের কারণে শীততাপ নিয়ন্ত্রিত দামি গাড়ি ফেলে হেঁটে, বাইকে অলিগলি ঘুরে কাস্টম হাউসে গেছেন বিজিএমইএর দুই নেতা।  তারা হলেন প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম ও সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নগরের হালিশহরের এক্সেস রোড এলাকায় বাইকে চড়তে দেখা যায় তাঁদের।  

এ প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দ নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুপুর ১২টায় চট্টগ্রাম কাস্টম হাউসে আমাদের পূর্বনির্ধারিত সভা ছিল।

আমরা সকাল ১০টায় নগরের জাকির হোসেন সড়কের বিজিএমইএ ভবন থেকে কাস্টম হাউসের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। পিসি রোড ধরে হালিশহর এক্সেস রোডের মাথায় যাওয়ার পর মনে হলো তীব্র যানজটের কারণে গাড়িতে গেলে সভায় যোগ দিতে পারব না। তাই রাইড শেয়ারিং অ্যাপে দুইটি বাইককে আসতে বলি। ইতিমধ্যে আমরা কিছুটা পথ হেঁটেছিও। বাইক আসার পর কিছুটা ঘুরপথে অলিগলি ঘুরে কাস্টম হাউস পৌঁছি। তা-ও আধঘণ্টার মতো দেরি হয়ে গেছে।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যানজটের কারণে নগরবাসী কষ্ট পাচ্ছে। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এর থেকে উত্তরণের জন্য সুষ্ঠু নগর পরিকল্পনার পাশাপাশি ট্রাফিক বিভাগ ও নগরবাসীকে সচেতন হতে হবে।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২ 
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।