ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধভাবে বালু উত্তোলন, ১ মাসের জেল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
অবৈধভাবে বালু উত্তোলন, ১ মাসের জেল  ...

চট্টগ্রাম: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. লোকমান (৪০) নামের এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উত্তর রাঙামাটিয়া ১ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলন এবং বিক্রির দায়ে অভিযুক্ত মো. লোকমানকে (৪০) অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(গ) ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম বাংলানিউজকে বলেন, জব্দ করা প্রায় ৫ হাজার ঘনফুট বালু সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে ফটিকছড়ি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. রফিক চৌধুরীর জিম্মায় দেওয়া হয়েছে।

ওই বালু নিলামে বিক্রির মাধ্যমে টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।   জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২২
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।